আজ পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ

৩ সপ্তাহ আগে ১৩
পটুয়াখালীর ৩৫টি গ্রামে ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদ্‌যাপন করে।

 

জেলার ৩৫ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর।

 

আরও পড়ুন: চট্টগ্রামে কখন কোথায় ঈদের জামাত, জানালেন মেয়র

 

তারা সবাই হানিফি মাজহাব কাদেরিয়া তরিকা ভক্ত। তাদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।

 

আজ ঈদের নামাজে ইমামতি করেন পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের শাহ সাইয়েদ আরিফ বিল্লাহ রব্বানী।

]]>
সম্পূর্ণ পড়ুন