আজ চীনের বোয়াও সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

৩ সপ্তাহ আগে
চীনের বোয়াও সম্মেলনে আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বোয়াও ফোরামে এশিয়া ও এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটি ৭-৮ মিনিটের বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। রাশিয়ান ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়া সাইডলাইনে বেসরকারিখাতের বেশ কিছু লিডারদের সঙ্গে বৈঠক হওয়ার আশা রয়েছে।

 

চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা চাই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় উঠুক।

 

আরও পড়ুন: চার দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা

 

এদিকে ২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে এবং সেখানে বক্তব্য দেবেন তিনি।

 

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে চীন। এছাড়া মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে আলোচ্যসূচিতে।

 

এর আগে বুধবার (২৬ মার্চ) বিকেলে চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো।

]]>
সম্পূর্ণ পড়ুন