আজ কোথায় কী (৩০ মার্চ)

৩ সপ্তাহ আগে
প্রতিদিন দেশজুড়ে নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন।

আজ রোববার (৩০ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।


ডিএমপির প্রেস ব্রিফিং:

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ-কেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ব্রিফ করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সময়: সকাল ১০টা ৪৫ মিনিট।

স্থান: জাতীয় ঈদগাহ মাঠ।

 

র‍্যাবের প্রেস ব্রিফিং:


দেশের জাতীয় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহে ঈদ-উল-ফিতরের জামাতের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করবেন র‌্যাব ফোর্সেস-এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি।

স্থান: জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ।

সময়: দুপুর ১২টা।

 

আরও পড়ুন: ঈদের দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর


ডিএননিসির কার্যক্রম:

 

ঢাকা উত্তরে ঈদুল ফিতরের প্রধান জামাত এবং ঈদ আনন্দ মিছিল ও ঈদ মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সময়: সকাল সাড়ে ১০টা।

স্থান: পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁও।


চাঁদ দেখা কমিটির সভা:

 

১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের নিমিত্ত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। এতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন যোগ দেবেন।

স্থান: ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষ, ঢাকা।

সময়: সন্ধ্যা সাড়ে ৬টা।

]]>
সম্পূর্ণ পড়ুন