ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও সাকিবের ব্যস্ততা শেষ হচ্ছে না। গতকাল দুবাইয়ের হয়ে খেলা অলরাউন্ডার আজ ম্যাক্সসিক্সটি টুর্নামেন্টে খেলবেন মিয়ামি ব্লেজের হয়ে। মাসখানেক আগেই তাকে কেনার ঘোষণা দিয়েছিল ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিটি।
শুধু অলরাউন্ডার হিসেবে নয়, ম্যাক্সসিক্সটিতে সাকিব খেলবেন অধিনায়ক হিসেবে। তার নেতৃত্বাধীন দলে বেশির ভাগই অপরিচিত মুখ। তবে টুর্নামেন্টের সবাই যে অপরিচিত, তা কিন্তু নয়। মোহাম্মদ নবি, আলেক্স হেলস, কার্লোস ব্রাথওয়েট, ইসুরু উদানা, দাওভিদ মালান, জো বার্নস, রাখিম কর্নওয়াল, থিসারা পেরেরা ও ডেভিড ওয়ার্নারদের মতো ক্রিকেটাররা দশ ওভারের এই টুর্নামেন্টে খেলবেন।
আরও পড়ুন: সাকিবদের হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর
ডেভিড ওয়ার্নারের দল বোকা ট্রেইলব্লেজার্স। আজ এই দলের বিপক্ষেই শুরু হবে সাকিবদের শিরোপা জেতার অভিযান। ম্যাচটি টুর্নামেন্টের উদ্বোধনীও বটে। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৪ জুলাই।