শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তাই শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সব শেখ হাসিনার ছিল। কিন্তু গণ-আন্দোলনের মুখে পেছন দরজা দিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে পালাতে হয় নাই। বীরের মতোই ঢাকায় ছিল। তাকে হেলিকপ্টার নয়, রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে জনসভায় প্রধান বক্তা হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ তো এদেশের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা মুখ্যমন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় না। আমরা মুখ্যমন্ত্রী বানাতে চাই না, আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশেন জন্য রাজনীতি করে।
আরও পড়ুন: শয়তানের সঙ্গে আপস হতে পারে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে না: টুকু
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কণ্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপাসহ অন্যান্যরা। এ সময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।