মঙ্গলবার (২০ মে) জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর থেকে আলাদাকারী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা কয়েক ঘন্টা ধরে গুলি বিনিময়ের পর ১০ মে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের।
আরও পড়ুন:ভারতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি উড়িয়ে দিলো পাকিস্তান
গত মাসের জম্মু ও কাশ্মীরের পহেলগাম ঘটনার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে ভারতের হামলার পর উভয় পক্ষের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয়।
সোমবার করাচিতে সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
প্রেসিডেন্ট ট্রাম্পের কথা উল্লেখ করে শরীফ বলেন, ‘ট্রাম্প একজন শান্তিপ্রিয় মানুষ। আমি বিশ্বাস করি তার দল এই পরিস্থিতির সাথে আন্তরিকভাবে জড়িত ছিল এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’
এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি। আমার মনে হয় এটি একটি খারাপ পারমাণবিক যুদ্ধ হতে পারত, লক্ষ লক্ষ মানুষ নিহত হতে পারত। তাই আমি এতে খুব গর্বিত।’
তবে ভারত এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। সোমবার নয়াদিল্লিতে একটি সংসদীয় প্যানেলে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন যে, ‘যুদ্ধবিরতি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। যার মধ্যে কোনো তৃতীয় পক্ষ জড়িত ছিল না। তিনি আরও বলেছেন, পাকিস্তানের কাছ থেকে কোনো পারমাণবিক সংকেত আসেনি এবং ভারত তার নিজস্ব স্বার্থ অনুসারে কাজ করেছে।’
কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন কেন ভারত ট্রাম্পের বারবার দাবির জবাব দেয়নি। একজন সংসদ সদস্য জিজ্ঞাসা করেন, কেন ভারত যুক্তরাষ্ট্রকে এমন দাবি করার পরও কিছু জানায়নি। বিশেষ করে যখন ট্রাম্প বেশ কয়েকবার কাশ্মীর নিয়ে কথা বলেছেন।
তবে এ বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
এদিকে, সংঘর্ষের সময় ভারতীয় কতগুলো বিমানের ক্ষতি হয়েছে সে সম্পর্কে পররাষ্ট্র সচিব কোনো মন্তব্য করেননি, বলেছেন যে এটি জাতীয় নিরাপত্তার বিষয়।
৬ এবং ৭ মে রাতে ভারত পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নয়াদিল্লি দাবি করে, পহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।
আরও পড়ুন:ভারতের স্বর্ণ মন্দিরে হামলার চেষ্টা করে পাকিস্তান, দাবি সেনাবাহিনীর
এরপর পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর ১০ মে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি হয়।
]]>