আগামী বিশ্বকাপে মেসির খেলা-না খেলা প্রসঙ্গে যা বললেন 'বন্ধু' সুয়ারেজ

৩ দিন আগে
ফুটবলে লিওনেল মেসির আর কোনো আক্ষেপ থাকার কথা নয়। ক্লাব ও আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন তিনি। পেশাদার ফুটবলে তার চেয়ে বেশি শিরোপার স্বাদ পাওয়া ফুটবলার নেই একজনও। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার পর অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠতম খেলোয়াড় মেসিই। জীবনের ৩৮টি বসন্ত পার করে ফেলা মেসি এখন ফুটবলকে বিদায় জানানোর অপেক্ষায়। কিন্তু শেষবেলায় মিলিয়ন ডলারের প্রশ্নের মুখে দাঁড়িয়ে ইন্টার মায়ামি তারকা; ২০২৬ এর বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে তো তাকে?

দেখতে দেখতে দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। লিওনেল মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানেই যেহেতু আগামী বিশ্বকাপ, তাই স্বাভাবিকভাবেই সকলের কৌতূহল, মেসি খেলবেন তো?


বিশ্বকাপ আসতে আসতে আর্জেন্টাইন মহাতারকার বয়স হয়ে যাবে ৩৯ বছর। এ বয়সে আরেকটা বিশ্বকাপ খেলার কথা ভাবা কঠিনই, কিন্তু মানুষটা মেসি বলে কথা। যার হাত ধরে ৩৬ বছরের খরা ঘুচেছে, তাকে আরেকটা বিশ্বকাপে পেতে চাইবেই আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা আশায় বুক বেঁধে আছেন, তাদের প্রিয় 'লা পুলগা' টানা দ্বিতীয় বিশ্বকাপ এনে দেবেন তাদের। কোচ লিওনেল স্ক্যালোনিও চান মেসি বিশ্বকাপে খেলুক, কিন্তু খেলা বা না খেলার সিদ্ধান্তটা নেয়ার ভার তার ওপরেই দিয়েছেন এই কোচ।


কিন্তু মেসি কী ভাবছেন? মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজ যা জানিয়েছেন, তাতে আর্জেন্টিনা সমর্থকদের মনে ঈদের খুশি বয়ে যাওয়ার কথা।


আরও পড়ুন: ইনজুরি কাটিয়ে নেইমার মাঠে ফিরতেই চাকরি গেল কোচের


ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে খেলা সুয়ারেজ এই সপ্তাহের শুরুতে ওভাসিওনকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই এই উরুগুইয়ান মহাতারকাকে তার এবং মেসির অবসর গ্রহণের সম্ভাব্য সময়কাল নিয়ে প্রশ্ন করেছিলেন উপস্থাপক। জবাবে সুয়ারেজ এই প্রশ্নকে 'কৌতুককর' আখ্যা দেন। ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি তারকা এরপর ফাঁস করেন, এখনও আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ মঞ্চে খেলার আগ্রহ ফুরিয়ে যায়নি মেসির। এমনই আগামী বছর নর্থ আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলারও ইচ্ছা পুষছেন আর্জেন্টিনার অধিনায়ক।


বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলেননি মেসি। তলপেটের ইনজুরিতে ভুগছিলেন তিনি। সাম্প্রতিককালে ক্রমাগত ইনজুরির সঙ্গে লড়ছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী মহাতারকা। যে কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানান কানাঘুষা শোনা যাচ্ছে। তবে সুয়ারেজ আশাবাদী তার সতীর্থের ২০২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে।


আরও পড়ুন: বাংলাদেশের পরবর্তী ম্যাচেই মাঠে নামতে পারেন কানাডা প্রবাসী সামিত


গত বছর উরুগুয়ে জাতীয় দলকে বিদায় জানানো সুয়ারেজ মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে বলেন, 'না, হ্যাঁ, আমরা এ বিষয়ে (অবসর) প্রায়ই কৌতুক করি, কিন্তু আগামী বছর বিশ্বকাপে খেলার ইচ্ছা তার এখনও আছে।'


'অবশ্যই, আমি যখন কিছুদিন জাতীয় দল থেকে দূরে ছিলাম, তখন এটা (অবসর) আমার জন্য ততটা সমস্যা ছিল না, যতটা ওর জন্য ছিল। তবে আমরা এ নিয়ে এখনো কথা বলিনি। হ্যাঁ, আমরা এখানে এ নিয়ে কথা বলতে পারি, যখন বুড়ো হব, তখন সিদ্ধান্ত নিতে পারব, কিন্তু এখনো আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করিনি।'

]]>
সম্পূর্ণ পড়ুন