আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় আখাউড়া কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বির সঞ্চালনায় আয়োজিত এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে রুবেল আহমেদকে (দৈনিক কালবেলা) সভাপতি এবং মো. সাদ্দাম হোসেনকে (আরটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া নাজমুল আহমেদ রনিকে (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক এবং মো. অমিত হাসান আপু (নব চেতনা) প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

মোট ১৫ সদস্যের কমিটিতে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন।

 

আরও পড়ুন: আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেয়ায় তিন আন্দোলনকারী শিক্ষার্থী ছুরিকাহত

 

অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও ঐক্যবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা হয়। নতুন কমিটির নেতারা সকলের সহযোগিতা কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন