আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় অর্থ আত্মসাৎ, গ্রাহকদের মানববন্ধন

১ সপ্তাহে আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জয়পুরহাটের আক্কেলপুর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠানের হিসাব থেকে অন্তত দেড় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা দীর্ঘদিন ধরে কৌশলে এ টাকাগুলো তুলে আত্মসাৎ করেছেন। প্রতিবাদে ব্যাংকের সামনে গ্রাহকরা মানববন্ধন করেছেন।


বুধবার (৯ এপ্রিল) আক্কেলপুর উপজেলা পরিষদের সামনের সড়কে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার নিচে শত শত গ্রাহক মানববন্ধনে অংশ নেন।


এর আগে ২৩ মার্চ রোববার সন্ধ্যা থেকে ব্যাংকটির কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন গ্রাহকরা। খবর পেয়ে থানা পুলিশও ব্যাংকটির কার্যালয়ে অবস্থান নেয়। সে সময় ব্যাংকের ক্যাশিয়ার প্রাথমিকভাবে ৭০ থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করলেও ওই সময় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। 

আরও পড়ুন: জামিনে বেরিয়ে সাংবাদিক খুনের আসামি আ.লীগ নেতা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় বাদী

পরে পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠিয়ে দেন। পরবর্তীকে আদালত থেকে জামিন নিয়ে তারা বেরিয়ে আসেন। সে দিনের পর থেকে ব্যাংকের এজেন্ট শাখা বন্ধ রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন