মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগের সাংগঠনিক আকার থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কার্যকারিতা বিঘ্নিত হয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থান সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
উপদেষ্টা তার বক্তব্যে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, ‘রাজনৈতিক লক্ষ্য মানে কেবল সংস্কার বা প্রতিষ্ঠানের নাম বা পদবি পরিবর্তন করা নয়; বরং এর উদ্দেশ্য হলো ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা।’
আরও পড়ুন: সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা
তিনি আরও যোগ করেন, এই অ্যাপ্রোচটি ইচ্ছাকৃতভাবে ‘এক দফা দাবির’ সঙ্গে একীভূত করা হয়েছিল।
জুলাইয়ের আন্দোলনের মূল দাবি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সেই সময় আলোচনার মূল বিষয় কেবল শেখ হাসিনার পতন ছিল না, বরং রাজনীতির নির্দিষ্ট পরিভাষা দাবি করা হয়েছিল।
তিনি বলেন, ‘হাসিনার পতন ও ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবির ওপর জোর দেয়া হয়েছিল।’
পূর্ববর্তী প্রশাসনের পরিবর্তন চেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে মাহফুজ আলম বলেন, ১৯৯০ সালের রাজনৈতিক পরিবর্তনের পরে এবং সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলেও পূর্ববর্তী প্রশাসন ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং চেষ্টা করেছিল। তবে, আজকের মূল বিষয় হলো কেবল ভালো নীতি বাস্তবায়ন নয়, বরং বিদ্যমান কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা।
সূত্র: বাসস

৩ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·