রোববার (১১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
হাদি বলেন, ট্রাইব্যুনালের বিচারকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেই নিশ্চয়তা নেই, তাই সিদ্ধান্ত বিচার বিভাগ নয়, গণভোটের মাধ্যমে দেশের জনগণকে ঠিক করতে হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধে দেরি হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি ছাত্র-জনতা ভুলে যায়নি। অনতিবিলম্বে তার দেশত্যাগে সহায়তাকারীদের পরিচয় প্রকাশ্যে এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগের বিচারের দাবি ফেব্রুয়ারিতেই জানিয়েছিল বিএনপি: মির্জা ফখরুল
জুলাই ঘোষণাপত্রের তৈরির দায়িত্ব এনসিপির একার নয় উল্লেখ করে সব রাজনৈতিক দলের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান তিনি।