আওয়ামী লীগের লোকজন দাড়ি-টুপি পরে জামায়াত হয়েছে: শ্রমিক দল নেতা

৪ সপ্তাহ আগে
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর -৪ আসনে শোডাউন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বের করা হয় বিশাল মোটর শোভাযাত্রা। পরে বিকেলে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি মতিয়ার রহমান ফারাজী বলেন, ৯৬ সালে আওয়ামী লীগের দোসর জামায়াত এখন বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ৫ আগস্ট পরিবর্তনের পর আওয়ামী লীগের লোকজন দাড়ি-টুপি পরে জামায়াত হয়েছে। তারা এখন জান্নাত হাতে করে ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে সতর্ক থাকতে হবে।

 

আগামী সংসদ নির্বাচনে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

 

আরও পড়ুন: সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান: নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল

 

বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা সভাপতিত্বে সমাবেশের অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, মশিয়ার রহমান, অভয়নগর উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

]]>
সম্পূর্ণ পড়ুন