শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমন দাবি জানান তারা।
সংগঠনটি জানিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা।
আরও পড়ুন: বিয়ে করলেন সমন্বয়ক রাফি
নেতাকর্মীরা জানান, নতুন ভিন্নরূপে আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না।পাশাপাশি গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বিচার সুষ্ঠু ভাবে শেষ করার আহ্বান জানান তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে শুরু হবে।
তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, যেন সবাই একত্রিত হয়ে ‘জুলাই বিপ্লবের মতো’ আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। সংবাদমাধ্যমকে পাঠানো বার্তায় সংগঠনটি দাবি করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে এবং দেশের ভবিষ্যৎ বিপদের দিকে ধাবিত হবে।