বুধবার (২৭ আগস্ট) ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে জয়জয়কার অজি ব্যাটারদের। সবচেয়ে বেশি ৪০ ধাপ উন্নতি করেছেন ক্যামেরন গ্রিন।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে একধাপ এগিয়েছেন হেড। ১০৩ বলে ১৪২ রানের ইনিংসে ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন তিনি। ১০৬ বলে ১০০ রানের ইনিংস খেলা মিচেল মার্শ চার ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৫৩৭। ৫৫ বলে ১১৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলা ক্যামেরন গ্রিন ৪০ ধাপ এগিয়ে সেরা ১০০’তে জায়গা করে নিয়েছেন। ৪৫১ রেটিং নিয়ে তার অবস্থান ৭৮তম।
আরও পড়ুন: এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
অন্যদিকে শেষ ওয়ানডেতে ব্যাট করতে না নামলেও দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলা জশ ইংলিশের উন্নতি হয়েছে ২৩ ধাপ। ৪৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪তম স্থানে তিনি।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে তিনি। নিজেদের স্থান ধরে রেখেছেন ভারতের দুই সিনিয়র তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং পাকিস্তানের বাবর আজম। ৭৫৬ রেটিং নিয়ে দুইয়ে রোহিত, ৭৩৯ রেটিং নিয়ে তিনে বাবর আর ৭৩৬ রেটিং নিয়ে চারে কোহলি।
ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং নিয়ে তার স্থানে ৩২-এ।
এদিকে গত এক সপ্তাহ কোনো ম্যাচ না খেললেও সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন লঙ্কান স্পিনার মহেশ থিকশানা। মূলত অজিদের বিপক্ষে শেষ ম্যাচে খুব একটা ভালো করতে না পারায় রেটিং পয়েন্ট কমেছে প্রোটিয়া স্পিনার মহারাজের। তবে তিনি জায়গা হারাননি। থিকশানার সমান ৬৭১ রেটিং নিয়ে সিংহাসন ভাগাভাগি করে নিয়েছেন। সবচেয়ে বেশি ২১ ধাপ উন্নতি হয়েছে অজি পেসার নাথান এলিসের। ৮৬তম স্থান থেকে ৬৫-তে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন: ক্যান্সারের অস্ত্রোপচারের পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের আবেগঘন বার্তা
বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন পেসার তাসকিন আহমেদ। ৫৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে তিনি। না খেলেও দুই ধাপ উন্নতি হয়েছে তার।
]]>