শনিবার (২৫ অক্টোবর) ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেয়ার সময় আইয়ার বাম পাঁজরে আঘাত পান। এরপরই মাঠ ছেড়ে চলে যান তিনি। ড্রেসিংরুমে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সূত্র অনুযায়ী, গত দুই দিন ধরে তিনি আইসিইউতে আছেন এবং সংক্রমণ এড়াতে তাকে ২ থেকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
আরও পড়ুন: ‘নির্বাচকরা চায় রোহিত-কোহলি ব্যর্থ হোক’, কাইফের বিস্ফোরক মন্তব্য
বোর্ডের মেডিকেল টিম দ্রুত পদক্ষেপ নেয়ায় তার অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা এটিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। আইয়ারকে অন্তত এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে, এরপর তিনি ভারতে ফিরতে পারবেন। এই চোটের কারণে তার মাঠে ফিরতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে।
এদিকে ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে দলের চিকিৎসক ডা. রিজওয়ান খানকে সিডনিতে রাখা হয়েছে আইয়ারের দেখভালের জন্য। তিনি প্রতিদিন পর্যবেক্ষণ করছেন ৩০ বছর বয়সি এই ব্যাটসম্যানের শারীরিক অগ্রগতি।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·