আইসিইউতে ভর্তি ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার

৩ সপ্তাহ আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেয়ার সময় আইয়ার বাম পাঁজরে আঘাত পান। এরপরই মাঠ ছেড়ে চলে যান তিনি। ড্রেসিংরুমে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সূত্র অনুযায়ী, গত দুই দিন ধরে তিনি আইসিইউতে আছেন এবং সংক্রমণ এড়াতে তাকে ২ থেকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

Shreyas Iyer is "medically stable" but continues to be monitored in the ICU

Full story: https://t.co/R68OyYLo3X pic.twitter.com/2sA7XvuK0Y

— ESPNcricinfo (@ESPNcricinfo) October 27, 2025


আরও পড়ুন: ‘নির্বাচকরা চায় রোহিত-কোহলি ব্যর্থ হোক’, কাইফের বিস্ফোরক মন্তব্য 


বোর্ডের মেডিকেল টিম দ্রুত পদক্ষেপ নেয়ায় তার অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা এটিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। আইয়ারকে অন্তত এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে, এরপর তিনি ভারতে ফিরতে পারবেন। এই চোটের কারণে তার মাঠে ফিরতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে।


এদিকে ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে দলের চিকিৎসক ডা. রিজওয়ান খানকে সিডনিতে রাখা হয়েছে আইয়ারের দেখভালের জন্য। তিনি প্রতিদিন পর্যবেক্ষণ করছেন ৩০ বছর বয়সি এই ব্যাটসম্যানের শারীরিক অগ্রগতি।

]]>
সম্পূর্ণ পড়ুন