আইপিও আবেদনে বিনিয়োগের শর্ত তুলে নেয়ার সুপারিশ

৩ সপ্তাহ আগে
পুঁজিবাজারে নতুন আসা কোম্পানির আইপিওতে আবেদনের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটে ৫০ হাজার টাকা ন্যূনতম বিনিয়োগের শর্ত তুলে নেয়ার প্রস্তাব করেছে পুঁজিবাজারের উন্নয়নে গঠিত টাস্কফোর্স।

বৃহস্পতিবার (২৭ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে আয়োজিত খসড়া সুপারিশ বিষয়ক সংবাদ সম্মেলনে টাস্কফোর্স সদস্যরা এ তথ্য জানিয়েছেন।


তারা জানান, সুশাসন না থাকায় পুঁজিবাজারে পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। প্রকৃত বিনিয়োগকারীদের স্বার্থে দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে।

 

আরও পড়ুন: পুঁজিবাজারে সরকারি বহুজাতিক কোম্পানি আনতে প্রধান উপদেষ্টাকে ডিবিএর চিঠি


এসময় আইপিও আবেদনে উচ্চ সম্পদশালীদের জন্য কোটা সংরক্ষণসহ ভালো কোম্পানি বাজারে আনতে সরাসরি তালিকাভুক্তি বা ডিরেক্ট লিস্টিং সুবিধা চালুর সুপারিশেরও কথা জানায় টাস্কফোর্স।

]]>
সম্পূর্ণ পড়ুন