ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জফরা আর্চার, জ্যামি ওভারটন ও স্যাম কারান আইপিএলের বাকি অংশ খেলতে ফিরবেন না। তবে জস বাটলার, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল ফিরবেন এবং বাকি ম্যাচগুলো খেলবেন। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকায় বাটলার, জ্যাকস ও বেথেলদের দেশে ফিরে যেতে হবে প্লে-অফের আগেই।
ইংলিশদের সাবেক অধিনায়ক বাটলার বুধবার (১৪) রাতেই আহমেদাবাদে পৌঁছাবেন। ১৮ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে তার দল গুজরাট টাইটান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে ১৫ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলীয় অনুশীলনে যোগ দেবেন উইল জ্যাকস। ফিল সল্টের বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে বেঙ্গালুরুর আরেক ইংলিশ ক্রিকেটার বেথেল ভারতের পথেই আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রিকবাজ।
এদিকে ক্রিকবাজকে চেন্নাই সুপার কিংস নিশ্চিত করেছে যে কারান ও ওভারটন ফিরবেন না। ফ্র্যাঞ্চাইজিটিও ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। রাজস্থান রয়্যালস জানিয়েছে, ইনজুরির কারণে ফিরবেন না আর্চার। যদিও তার দলও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। তবে ফিটনেসের প্রতি গুরুত্ব দিতেই আর্চারকে ছুটি দিয়েছে বলে জানিয়েছে রাজস্থান।
আরও পড়ুন: আইপিএলে দল পাওয়ার পর আরব আমিরাতে খেলতে গেলেন মোস্তাফিজ
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মঈন আলী খেলবেন কি না সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবেন বলে ক্রিকবাজকে জানিয়েছেন তার বাবা মুনির আলী।
এর আগে মঙ্গলবার (১৩ মে) আর্চার, বেথেল, বাটলার, জ্যাকস ও ওভারটনকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সিরিজ শুরু হবে ২৯ মে। এরপর ১ জুন দ্বিতীয় আর ৩ জুন শেষ ওয়ানডে খেলবে দুদল। ফলে আইপিএলের প্লে-অফের আগে বাটলার, জ্যাকস ও বেথেলদের দেশে ফিরে যেতে হবে। ২৭ মে গ্রুপ পর্বের ম্যাচ শেষে ফিরে যাবেন তারা।
এর আগে ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে নিরাপত্তা শঙ্কায় গত শুক্রবার (৯ মে) আইপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
আরও পড়ুন: পিএসএলে দল পেলেন সাকিব
নতুন সূচি অনুযায়ী, বাকি ১৭টি ম্যাচ ৬টি শহরে অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলো। বাকি থাকা ১২টি গ্রুপপর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। ১৭ মে থেকে শুরু হয়ে ৩ জুন ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।
]]>