আইপিএলের নিলামে নাম লিখিয়ে দল পাননি এমনটা হয়নি কখনো। তবুও জাঁকজমক এই টুর্নামেন্ট থেকে কয়েকবারই নাম সরিয়ে নিয়েছেন স্টোকস। এবারের আসরেও নিলামে নাম তোলেননি ইংলিশ এই অলরাউন্ডার।
এবারের মেগা নিলামে নাম না তোলায় আইপিএলের আগামী ৩ আসরে আর খেলতে পারবেন না স্টোকস। তবে এসব নিয়ে আক্ষেপ নেই এই তারকার। জাতীয় দলকে গুরুত্ব দেয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইংলিশদের লাল বলের অধিনায়ক। মতে, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে জাতীয় দলে বেশি দিন খেলতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ।
স্টোকস বলেন, 'এত বেশি ক্রিকেট আছে সামনে… এটা আড়াল করার কোনো ব্যাপার নয় যে, আমি ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছি। অবশ্যই চাই, যতদিন সম্ভব খেলে যেতে। সেটিই পথে গুরুত্বপূর্ণ হলো নিজের শরীর দেখভাল করা ও নিজের খেয়াল রাখা।'
আরও পড়ুন: সাকিবের দেড়শ ছাড়ানো স্ট্রাইকরেটের ইনিংসও বাজে’র কাতারে
আইপিএলের মতো মেগা টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেও আসন্ন এসএ টোয়েন্টিতে খেলবেন স্টোকস। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। আইপিএলের তুলনায় এসএ টি-টোয়েন্টিতে চাপ, ভ্রমণ ও ওয়ার্কলোড কম হওয়ায় এটি বেছে নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে স্টোকস বলেছেন, 'এখানে ব্যাপারটি হলো, কোন খেলাগুলোকে প্রাধান্য নেব ও কখন কোথায় খেলব। সাউথ আফ্রিকায় খেলব সামনে… সব মিলিয়ে সামনে কী কী আছে এবং ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘ করতে কী করা উচিত আমার, সেই সিদ্ধাই গুরুত্বপূর্ণ। যতদিন সম্ভব ইংল্যান্ডের জার্সি গায়ে চাপাতে চাই আমি।'