গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এবারের আসরে আর জায়গাই হয়নি তার। তার মতো নিলামে উঠেছিলেন রিশাদ হোসেনও। এই তরুণ লেগস্পিনারের প্রতিও আগ্রহ দেখায়নি কেউ। খেলোয়াড়দের অ্যাভেইলেবিলিটি নিয়ে বোর্ডের তালবাহানা এবং মানের দিক থেকে পিছিয়ে থাকার কারণে বড় মঞ্চে বাংলাদেশের এমন পরিস্থিতিতে পড়তে হয় বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিসিবির পরিচালক ফাহিমও মনে করেন তেমনটাই।
বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে ফাহিম বলেন, 'ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয় (আইপিএলে কেউ দল না পাওয়ায়), আমি কিন্তু আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।'
আইপিএলের গত মৌসুমে ছাড়পত্র না পাওয়ার কারণে খেলতে পারেননি তাসকিন আহমেদ। এছাড়া প্রতিবছরই ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে অনেক ধরনের ইস্যু দেখা যায়। এই বিষয়ে ফাহিম বলেন, 'জোর করে কিন্তু...এই দেশে বলি, ওই দেশে বলি, ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।'
আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় পাস করলেন তামিম ইকবাল
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্রমাগত উন্নতির ফলে বদলে গিয়েছে আফগানিস্তানের ক্রিকেট। ধীরে ধীরে ক্রিকেটের এক পরাশক্তিতে পরিণত হচ্ছে তারা। আফগানদের উদাহরণ টেনে বাংলাদেশের সমস্যার কথা তুলে ধরেছেন ফাহিম। বড় মঞ্চে যাওয়ার যেকোনো সুযোগ কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ফাহিম বলেন, 'আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব।'
]]>