আইপিএলের আচরণবিধি লঙ্ঘণ করায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ম্যাক্সওয়েলকে। সেইসঙ্গে দেয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। তবে ঠিক কোন কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেটি জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাক্সওয়েলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তিনি স্বীকার করে নিয়েছেন। আচরণবিধি ২.২ ধারার লেভেল-১ অপরাধ করেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
আরও পড়ুন: ৩৯ বলে সেঞ্চুরি হাঁকানো কে এই প্রিয়াংশ আর্য?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের আচরণবিধি লঙ্ঘণের দায়ে নিজের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা গুনেছেন, ডিমেরিপ পয়েন্ট পেয়েছেন ১। ম্যাচ চলাকালে ‘ফিক্সচার ও ফিটিংসের অপব্যহার’ বিধি ভঙ্গের অভিযোগে লেভেল-১ মাত্রার অভিযোগ আনা হয় ম্যাক্সওয়েলে বিরুদ্ধে। ম্যাক্সওয়েল অভিযোগ মেনে নিয়েছেন এবং ম্যাচ রেফারির শাস্তিও মেনে নিয়েছেন। আইপিএলের আচরণবিধির লেভেল-১-এর অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’
আরও পড়ুন: চেন্নাইয়ের টানা চতুর্থ হার
আইপিএলের নিয়ম অনুযায়ী, স্বাভাবিক ক্রিকেটের আচরণের বাইরের ঘটনাগুলোকে ২.২ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন স্টাম্পে আঘাত করা কিংবা লাথি মারা এবং এমন যেকোনো কাজ যা ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া বা অবহেলাবশত। এছাড়া বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি ফেন্স, ড্রেসিংরুমের দরজা, আয়না, জানালা ও অন্যান্য ফিক্সচার ও ফিটিংসে ক্ষতি করে।
]]>