আইপিএলে ১৮ ডাক মেরে রেকর্ড গড়লেন রোহিত

৩ সপ্তাহ আগে
আইপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচেই ডাক মেরে রেকর্ডে নাম লেখালেন মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মা। খলিল আহমেদের মলে আউট হয়ে চার বলে শূন্য করে ফেরেন ভারতের অধিনায়ক। যা আইপিএলে রোহিতের ১৮তম ডাক। আর এই ডাক মেরেই আইপিএলে সর্বোচ্চবার শূন্য রানে থামার নজির গড়লেন তিনি।

রোববার (২৩ মার্চ) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চার বল খেলে শূন্য রানে আউট হন রোহিত। ইনিংসের প্রথম তিন বল ডট দেন তিনি। এরপর খলিল আহমেদের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন। মিডউইকেটে অনায়াসে বল লুফে নেন শিবাম দুবে।


ডাক মেরে রোহিত বসেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকের পাশে। সমান ১৮ বার করে শূন্য রানে আউট হয়েছেন তারাও।


তবে একদিক থেকে এগিয়ে আছেন রোহিত। মুম্বাইয়ের এই ওপেনার আইপিএলে সব মিলিয়ে ২৫৮তম ম্যাচে ১৮তম ডাক মেরেছেন। যেখানে বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ ও মেন্টর দীনেশ কার্তিক খেলেছেন মোট ২৫৭ ম্যাচ। পাঞ্জাব কিংসের ম্যাক্সওয়েলের খেলা ম্যাচের সংখ্যা এখন পর্যন্ত মোট ১৩৪।


আরও পড়ুন: আইপিএল প্রত্যাবর্তনেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড আর্চারের 


আরেকটি তালিকায় কার্তিককে টপকে গেছেন রোহিত। আইপিএলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি এখন তার। কার্তিক নেমে গেছেন তিন নম্বরে। রোহিতের প্রতিপক্ষ দলে থাকা মহেন্দ্র সিং ধোনির (২৬৪ ম্যাচ) দখলে রয়েছে রেকর্ড।


এদিকে রোহিতের বিব্রতকর রেকর্ডের দিন তার দলও হারের মুখ দেখেছে। চেন্নাইয়ের কাছে তারা ৪ উইকেটে হেরেছে। আর এই হারের ফলে আইপিএলে টানা ১৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাই।

]]>
সম্পূর্ণ পড়ুন