আইপিএলের চলতি মৌসুমের শুরু থেকেই রান হচ্ছে দেদারসে। উদ্বোধনী ম্যাচে ১৭৪ রান তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স। ২২ বল বাকি থাকতেই সে ম্যাচ ৭ উইকেটে জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করে ২৮৬ রান তুলেছিলো সানরাইজার্স হায়দারাবাদ। জবাবে ব্যাটিংয়ে নেমে রাজস্থান করেছিলো ২৪২ রান। তবে কাগিসো রাবাদা মনে করেন, প্রতি ইনিংসে এমন রান হলে খেলার মজা নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: কলকাতার কাছে হেরে লজ্জার রেকর্ড গড়লেন পরাগ
দক্ষিণ আফ্রিকার এই পেসার মনে করেন, ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য থাকতে হবে। আর যদি তাই হয়, তাহলে ক্রিকেট খেলাকে ক্রিকেট বলতে নারাজ এই পেসার। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাবাদা এমনটাই জানিয়েছেন।
‘খেলাটাকে কোনো না কোনোভাবে এগিয়ে যেতে হবে। তবে আমি মনে করি না এটি খুব বেশি একপেশে হয়ে যেতে পারে। প্রতিটি ম্যাচই যদি একই রকম হয়, তাহলে মজাটাই হারিয়ে যাবে। তখন খেলার নাম ক্রিকেট না রেখে ‘ব্যাটিং’ রাখাই ভালো হবে।’
রাবাদা আরও বলেন, ‘কিছু রেকর্ড ভাঙা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সেটা ঠিক আছে। বেশি রান হওয়া ভালো, তবে কম রান হওয়া ম্যাচও গুরুত্বপূর্ণ। কিন্তু এটিকে একপেশে করা যাবে না, ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকা দরকার।’
আরও পড়ুন: কলকাতাকে জেতানো ডি ককের অল্পের জন্য সেঞ্চুরি মিস
দক্ষিণ আফ্রিকার এই পেসারের মতে, রোমাঞ্চকর ম্যাচগুলোতে রান তোলার জন্য ব্যাটারদের প্ররিশ্রম করতে হবে। খুব সহজেই যদি ব্যাটাররা রান পেয়ে যায়, তাহলে ক্রিকেটের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়।
‘শুধু কন্ডিশন নিয়ে অভিযোগ করলে চলবে না। একজন বোলার হিসেবে আপনাকে কিছু করতে হবে। তবে পুরো ক্রিকেট খেলা একঘেয়ে হয়ে যাবে, যদি শুধু বড় রান বা কম রান হওয়া ম্যাচই দেখা যায়। উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো সেইগুলো, যেখানে ভারসাম্য থাকে। যেখানে ব্যাটসম্যানদের উইকেট পড়লে নিজেকে প্রমাণ করতে হয় এবং সত্যিকারের ভালো খেলে দলকে জিততে হয় অথবা বোলারদেরও তেমনই পারফরম্যান্স দেখাতে হয়। এটি শুধু টিকে থাকার খেলা হওয়া উচিৎ নয়।’
]]>