আইপিএলে দুই হাতে বল করে কামিন্দুর ইতিহাস

২ সপ্তাহ আগে
টুকটাক বল করেন, কিন্তু মূল পরিচয়টাই ব্যাটার। এই কামিন্দু মেন্ডিস আইপিএলে গতকাল বল করেই রেকর্ড গড়েছেন।

গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি ছিল কামিন্দু মেন্ডিসের জন্য আইপিএল অভিষেক ম্যাচ। ১৩তম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক প্যাট কামিন্স, তখন স্ট্রাইকে ছিলেন ডানহাতি ব্যাটার অংকৃশ রঘুবংশী। দুই হাতে বল করতে সক্ষম কামিন্দু তাই বাঁ-হাতে অফস্পিন করেন। একটি সিঙ্গেল হওয়ায় স্ট্রাইকে আসেন বাঁহাতি ভেঙ্কাটেশ আইয়ার। কামিন্দু এবার ডানহাতে অফ স্পিন করেন।


কলকাতার বিপক্ষে ওই একটি ওভারই করেন কামিন্দু। ওই ওভারে তিনটি বল ডানহাতে ও তিনটি বল বাঁ-হাতে করেন, নেন রঘুবংশীর উইকেট। আইপিএলে একই ওভারে দুই হাতে বল করা প্রথম ক্রিকেটার তিনি।


আরও পড়ুন: আইপিএল চলাকালেই দেশে ফিরলেন রাবাদা


পরে ব্যাট হাতে ২০ বলে ২৭ রান করেন কামিন্দু। তার দল ম্যাচটি হেরে যায় ৮০ রানের বড় ব্যবধানে।


কামিন্দু আন্তর্জাতিক ক্রিকেটেও একই ওভারে দুই হাতে বল করার নজির দেখিয়েছেন। টেস্ট ক্রিকেটে পারফর্ম করে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছিলেন তিনি। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৮ টেস্টে অন্তত ৫০ রান করেছেন। গত বছরটাও দারুণ কেটেছে তার। কামিন্দু গত বছর টেস্টে ৫ সেঞ্চুরিতে ১০৪৯ রান করে আইসিসির উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন