আইপিএলে দল না পাওয়া তরুণ ভাঙলেন জয়সওয়ালের বিশ্বরেকর্ড

১ সপ্তাহে আগে
মুম্বাইয়ের আয়ুশ মাহাত্রের বয়স মোটে ১৭ বছর ১৬৮ দিন। ক্রিকেট বিশ্বে পরিচিত কেউ নন তিনি। তবে ভারতের ক্রিকেটে প্রতিশ্রুতিশীল ব্যাটার হিসেবে পরিচিতি আছে তার। সেই আয়ুশ এবার খবরের শিরোনামে। অবশ্য শিরোনামে আসার মতো ঘটনাই ঘটিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার।

ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন আয়ুশ মাহাত্রে।  লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন ভারতীয় জাতীয় দলের ওপেনার জয়সওয়ালের পুরনো রেকর্ড।


আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাগাল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে ১৫টি চার ও ১১টি ছক্কায় ১৮১ রানের ইনিংস খেলেছেন আয়ুশ। এর আগে জয়সওয়ালের গড়া রেকর্ড টিকে ছিল ৫ বছর। ২০১৯ সালে মুম্বাইয়ের হয়েই ঝাড়খণ্ডের বিপক্ষে ২০৩ রানের ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন।


আরও পড়ুন: অধিনায়ক বুমরাহ, জায়গা হয়নি কামিন্সের


অথচ এই আয়ুশকে দলে নিতে গত বছর আইপিএলের মেগা নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি। আইপিএলের সেই নিলামে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। সবচেয়ে কম বয়সে নিলামে ওঠা বৈভব সূর্যবংশী দল পেলেও ভাগ্য সহায় হয়নি আয়ুশের।


আয়ুশ অবশ্য ধারাবাহিকভাবেও ভালো খেলছেন। নাগাল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির আগে কর্নাটকের বিপক্ষেও ৭৮ রানের ইনিংস খেলেছেন। তার আগে ভারত অনূর্ধ্ব ১৯ দলের হয়ে এশিয়া কাপে দুটি অর্ধশতকসহ ৪৪ গড়ে ১৭৬ রান করেছেন।


প্রথম শ্রেণির ক্রিকেটেও শুরুটা দারুণ হয়েছে আয়ুশের। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।  

]]>
সম্পূর্ণ পড়ুন