আইপিএলে খেলতে চেষ্টা চালাচ্ছেন সাকিব!

৩ সপ্তাহ আগে
গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে সাকিব আল হাসানের। নিরাপত্তা শঙ্কায় ফিরতে পারছে না দেশে। তার বিরুদ্ধে রয়েছে খুনের মামলাও। এতকিছুর মধ্যে গত বছরের শেষদিকে বোলিং অ্যাকশনও অবৈধ প্রমাণিত হয় সাকিবের।

তবে সাকিব ঘুরে দাঁড়িয়েছেন। তিনবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অবশেষে শুদ্ধ প্রমাণিত হয়েছেন তিনি। গত ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র।  

 

বোলিং অ্যাকশনের ছাড়পত্র পাওয়ার পর থেকেই ক্রিকেটে ফেরার চেষ্টা শুরু করছেন সাকিব। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই নাকি আইপিএলের তিন দলের সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নিজস্ব সূত্রের ভিত্তিতে  তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব।  

 

এই তিন দলের সঙ্গেই কেন সাকিব আলোচনা করেছেন, সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে গণমাধ্যমটি। তাদের ভাষ্য, এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। যে কারণে সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।

 

আরও পড়ুন: জুয়ার বিজ্ঞাপন করে আবারও বিতর্কে সাকিব

 

আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগের খবর বাইরে আসার দিনই আরেক বিতর্কে জড়িয়েছে সাকিব। আজ (২২ মার্চ) সাকিবের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে ওয়ান এক্স বেট নামক একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন প্রচার করা হয়। এই ঘটনায় দেশের ক্রিকেটভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় ভাসিয়ে দিচ্ছেন তাকে।

 

বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা তেমন না থাকলেও আইপিএলে সাকিবের সম্ভাবনা খারাপ না। তবে তাকে জায়গা করতে হলে নিয়মিত খেলোয়াড়দের কাউকে সরে যেতে হবে বা ইনজুরিতে পড়তে হবে। আইপিএলে একসময় নিয়মিত খেলোয়াড় ছিলেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে জিতেছিলেন শিরোপা। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।  

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন