আইপিএল শেষ জাম্পার, বদলি হিসেবে যাকে দলে টানল হায়দরাবাদ

৩ দিন আগে
ইনজুরিতে একের পর এক তারকা চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়ছেন। এই তালিকায় সবশেষ সংযোজন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। সানরাইজার্স হায়দরাবাদের এই লেগ স্পিনার ইনজুরির কারণে চলমান আইপিএলে আর খেলতে পারবেন না।

জাম্পা এবারের আইপিএলে হায়দরাবাদের প্রথম দুই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। যার মধ্যে এক ম্যাচে ৪৮ রানে ১ উইকেট এবং অপর ম্যাচটিতে, যেটিতে হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস মিলে ৫২৮ রান তুলেছিল, সে ম্যাচেও ৪৬ রানে ১ উইকেট শিকার করেছিলেন। তবে কাঁধের অস্বস্তির কারণে পরের চার ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এই কাঁধের চোটের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। তবে সেই চোট এবার থাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল।


জাম্পা কাঁধের এই চোটের সঙ্গে লড়ছেন ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই। সেই চোটকে পেছনে ফেলে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।


আরও পড়ুন: টানা পাঁচ হারের পর জয়ের দেখা পেল চেন্নাই


ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, সংক্ষিপ্ত বিশ্রামের পর  এই চোট কাটিয়ে জাম্পার আবার আইপিএলে ফেরার সম্ভাবনা আছে, কিন্তু সানরাইজার্স কর্তৃপক্ষ সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে তার বদলি হিসেবে কর্নাটকের ২১ বছর বয়সী ব্যাটার রবিচন্দ্রন স্মরণকে দলে নিয়েছে।


জাম্পাকে এখন মাঠে নামতে অস্ট্রেলিয়ার আগামী টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুলাইয়ের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় ভালোভাবেই আছেন জাম্পা। এর আগে চলতি বছর জুলাই থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।


২১ বছর বয়সী স্মরণকে প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা ৭ ম্যাচে ৬৪.৫০ গড়ে রান করেছেন তিনি।  ১০টি লিস্ট 'এ' ম্যাচে তার গড় ৭২.১৬। ঘরোয়া ৬টি টি-টোয়েন্টিতে ৩৪ গড় ও ১৭০ স্ট্রাইকরেটে ১৭০ রান করেছেন স্মরণ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন