শনিবার (২৩ মার্চ) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েছেন রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার।
আজ আর্চার ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেটশূন্য থেকে ভেঙে দিয়েছেন মোহিত শর্মার আগের রেকর্ড। ২০২৪ এর আইপিএলে গুজরাট টাইটান্সের এই পেসার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
আরও পড়ুন: ২৪২ রান করেও বড় ব্যবধানে হারল রাজস্থান
ইনজুরির কারণে আইপিএলের গত দুই মৌসুম দর্শক হয়ে ছিলেন আর্চার। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে বেশ মন কষাকষির পর এবারের মেগা নিলামের শেষ মুহূর্তে নাম অন্তর্ভূক্ত করেন তিনি। এর মাশুল হিসেবে ইসিবির কেন্দ্রীয় চুক্তির অর্থের পরিমাণও কমাতে হয়েছে তাকে। এতকিছুর পর তার আইপিএল প্রত্যাবর্তনটা হলো বিস্মরণযোগ্য। এদিন হায়দরাবাদ প্রথম ৪ ওভারে ৫৪ রান তুলে নেয়ার পর প্রথম বদলে বল করতে আসেন আর্চার। ট্রাভিস হেড তার এক ওভারেই নিয়েছেন ২৩ রান। অর্ধশতক হাঁকিয়ে হেড বিদায় নিলেও ভাগ্য বদলেনি আর্চারের। ইশান কিশান, নিতিশ কুমার এবং হেনরিখ ক্লাসেনও তার ওপর চড়াও হয়েছেন। তিনজন মিলে মেরেছেন আরও ৬টি চার ও ৩টি ছক্কা।
আইপিএলে রান খরচায় আর্চার ও মোহিত শর্মার পর আছেন বাসিল তাম্পি। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭০ রান খরচ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার। এছাড়া জশ দয়াল ৬৯, লুক উড ৬৮ এবং রিস টপলি ৬৮ রান খরচ করে এই তালিকায় আছেন।