আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব চূড়ান্ত করলো ইসি

৩ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ৩৪টি প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ে গত সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রস্তাবনাগুলো চূড়ান্ত করা হয়।

 

আরও পড়ুন: ইসিকে দেয়া বিএনপির ৩৬ দফা প্রস্তাবে যা আছে

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের ৮ দিন মোতায়েন, সেনা মোতায়েন, গুজব নিয়ন্ত্রণে অ্যাপস তৈরি, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া আনসারদের ভোটের দায়িত্বে না রাখা, প্রতি ভোটকেন্দ্রে একটি করে ক্যামেরা রাখাসহ ৩৪টি প্রস্তাব দেয় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

 

আরও পড়ুন: নির্বাচনে ভালো দায়িত্ব পালন করলে পুরস্কারের ঘোষণা ইসি আনোয়ারুলের

 

এর মধ্যে সেনাবাহিনীর সদস্য মোতায়েন, প্রযুক্তি ব্যবহার করে গুজব মোকাবিলা এবং দুর্গম এলাকায় বিশেষ সুবিধার মতো বিষয়গুলোতে জোর দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন