আইন করে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

৩ দিন আগে
ফিলিস্তিনি জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করে পর্যটন দ্বীপপুঞ্জটিতে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংসদে আইনটি অনুমোদিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটি অনুমোদন করেন।

 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, 

এই অনুমোদন (আইন) ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার প্রতি সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।

 

এতে আরও বলা হয়, ‘মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে।’ 

 

আরও পড়ুন: নেতানিয়াহু ইসরাইলের ‘শত্রু’: সাবেক সেনাপ্রধান

 

“The Maldives reaffirms its resolute solidarity with the Palestinian cause.”

Maldivian President Mohamed Muizzu has announced that his country was banning the entry of Israelis in “resolute solidarity” with the Palestinian people.

🔴 LIVE updates: https://t.co/cjYhBBHCwu pic.twitter.com/1DycZgHnrN

— Al Jazeera English (@AJEnglish) April 15, 2025

 

মুইজ্জুর অফিসের একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। 

 

আরও পড়ুন: আল-কুদস ব্রিগেডের স্নাইপারের গুলিতে বিদ্ধ ইসরাইলি সেনা!

 

এর আগে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ এড়ানোর অনুরোধ করেছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন