আইআইইউসি'র ১২০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ

৩ সপ্তাহ আগে
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইসলামিক ডায়ালগ আয়োজিত 'ভয়েস ফর ফিলিস্তিন' কর্মসূচির অংশ হিসেবে কুরআন বিতরণ কর্মসূচি'র আয়োজন করা হয়েছে।

রোববার (২২ জুন) আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যেখানে মোট ১২০০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়।


আইআইইউসি ইসলামিক ডায়ালগের সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আযাদী। প্রধান আলোচক ছিলেন আল কোরআন একাডেমি লন্ডন এর চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন আহমেদ।


এ সময় প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী আযাদী তার বক্তব্যে আইআইইউসি ইসলামিক ডায়ালগের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যেন এমন কুরআন গবেষণার আয়োজন হয় সে আশাবাদ ব্যক্ত করেন।


প্রধান আলোচক ড. হাফেজ মুনির উদ্দিন আহমেদ বলেন, কুরআন শুধু পড়ার মানুষ আছে কিন্তু বুঝে ও এর পরিপূর্ণ হক আদায় করে পড়ার লোক খুবই কম। তাই 'আল কোরআন একাডেমি লন্ডন' কুরআন বিতরণের এই উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও এ সংস্থাটি বিশ্বের প্রায় ২০টি দেশে ২৮টি ভাষায় কোরআন বিতরণ করে থাকে।


আরও পড়ুন: ক্ষুদ্র একটি কোরআন, যার ইতিহাস অনেক বড়


আইআইইউসি ইসলামিক ডায়ালগের সভাপতি সাব্বির আহমেদ বলেন, ছাত্র-ছাত্রীদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে মনোমুগ্ধকর আয়োজন করার চেষ্টা করব ইনশাআল্লাহ্।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, আইআইইউসি ইসলামিক ডায়ালগের উপদেষ্টা ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে 'ভয়েস ফর ফিলিস্তিন' শীর্ষক দুটি ইভেন্ট; ফিলিস্তিন নিয়ে প্রবন্ধ লিখন ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন