সংগঠনটির নেতারা জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।
রোববার (১১ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জুলাই ঐক্যের নেতারা।
আরও পড়ুন: বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
তারা জানান, শহীদদের সংখ্যা স্পষ্ট করে পরিপত্রে যুক্ত করতে হবে এবং সরকারকে বিকল্প ঘোষণাপত্রও দেয়া হবে। সঙ্গে গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আওয়ামী লীগকে সহযোগিতা করা দলগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।