রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশ থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি জানানো হয়।
মিছিলটি আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে শেষ হয়।
আরও পড়ুন: সরকারের দায়িত্ব ছিলো বিচারের মাধ্যমে আ.লীগকে নিষিদ্ধ করা: এ্যানি
পরে রেলওয়ে স্টেশন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন, মো. জমসেদ ভূঁইয়া, আসিফ নেওয়াজ, রুবায়েদ খান, শুভ চৌধুরী, ফারহান সাকিব, সাদমান ফারুকী ও সৈকত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আপাতত স্বস্তি পাওয়া গেছে। কিন্তু তাদের দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করবো সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে।’