অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন কামিন্স, অধিনায়ক স্মিথ

৩ সপ্তাহ আগে
শঙ্কা আগে থেকেই ছিল। পিঠের চোটে ভুগতে থাকা প্যাট কামিন্স অবশেষে ছিটকেই গেলেন। অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারবেন না। পার্থে ২১ নভেম্বর মাঠে গড়াবে ওই ম্যাচ। কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে অস্বস্তিতে ভুগছেন কামিন্স। পরীক্ষার পর তার পিঠে স্ট্রেস ইনজুরির ব্যাপারে জানা যায়। কামিন্স এরপর থেকে স্বীকৃত কোনো ম্যাচ খেলেননি। সুস্থ হওয়ার জন্য তার ৪ সপ্তাহের মতো লাগবে। অস্ট্রেলিয়া আশা করছে অধিনায়ক দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন। ব্রিসবেনে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর থেকে।


সাংবাদিকদের অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমরা সময় স্বল্পতায় আছি। এই সপ্তাহে বা তার কিছু আগে জানতে পেরেছি, সুস্থ হতে তার ৪ সপ্তাহ বা তার বেশি সময় লাগবে। দুর্ভাগ্যজনক। তাকে আমরা দ্বিতীয় টেস্টে পাব বলে আশা করছি।’


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে শ্লীলতাহানি, দোষীকে জেলে ভরে চাবি ফেলে দেয়ার পরামর্শ গাভাস্কারের


ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কট বোল্যান্ড মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। এক ম্যাচ খেলেই হ্যাটট্রিকসহ ৬ উইকেট আদায় করে নেন। পার্থে প্যাট কামিন্সের জায়গাটায় তিনিই খেলবেন। ম্যাকডোনাল্ড বলেন, ‘অধিনায়ককে হারানো ভালো কিছু নয়। কিন্তু আপনি যখন স্কট বোল্যান্ডের মতো একজনের বদলির ব্যাপারে বলবেন, তখন খুব খারাপ কিছুও নয়। আদর্শগতভাবে আমরা স্থিতিশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিনায়ককে চাই। স্টিভ স্মিথ সেই দায়িত্ব পালন করবে।’


২০১৮ সালে বল টেম্পারিং ক্যালেঙ্কারিতে অধিনায়কত্ব হারানো স্মিথ অস্ট্রেলিয়া টেস্ট দলকে সবশেষ নেতৃত্ব দিয়েছেন গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। কামিন্স ওই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। সব মিলিয়ে স্মিথ বল টেম্পারিংকাণ্ডের পর মোট ৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে অজিরা ৫টিতেই জিতেছে, অন্য ম্যাচটি ড্র।

]]>
সম্পূর্ণ পড়ুন