গত অক্টোবরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পড় থেকে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। জিরোনা ম্যাচটি ছিল তার ফেরার ম্যাচ। প্রত্যাবর্তনে কোনো গোল হজম করেননি ৩২ বছর বয়সি গোলরক্ষক। ৫টি সেভ করে দলকে বাঁচিয়েছেন পয়েন্ট খোয়ানোর হাত থেকে। এরপর অ্যালিসনকে নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে নিয়ে রসিকতা করলেন কোচ স্লট।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে ডাচ কোচ বলেন, ‘মনে হয় সতীর্থরা অ্যালিসনের পরীক্ষা নিতে বাজে খেলেছিল। ওরা নিশ্চিত হতে চাইছিল যে অ্যালিসন সম্পূর্ণ ফিট। তাকে অনেক কাজ দিয়েছিল। সে ভালো করেছে। সবাই জানে অ্যালিসন এই মুহূর্তে বিশ্বের সেরা গোলকিপার। তাকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: মাইলফলক ছোঁয়ার দিনেই চোট নিয়ে মাঠের বাইরে এমবাপ্পে
জিরোনা ম্যাচে ১-০ গোলে জিতেছে লিভারপুল। পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহর করা গোলে জয় তুলে নিয়েছে অলরেডরা। ইউরোপসেরার লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল আর্না স্লটের দল। আর এই জয়ে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল দলটি। এই ফল নিয়ে খুশি কোচ।
স্লট বলেন, ‘ফল নিয়ে আমি খুশি। বিষয়টা পরিষ্কার করি, তবে পারফরম্যান্স আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি। জিরোনাকেও কৃতিত্ব দিতে হবে। পিএসভি বাদে প্রতিটি ম্যাচে তারা ভালো খেলছে। আমাদের সঙ্গেও অনেক সুযোগ পেয়েছিল। অ্যালিসনকে ধন্যবাদ যে ক্লিনশিট রাখতে পেরেছে।’