বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ছাত্র আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘কুয়েটের সমস্যাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা যথেষ্টভাবে উদ্বিগ্ন। এটা ছোট বিষয় না যে রাতারাতি সমাধান সম্ভব। কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো না পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। এ বিষয়টি তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলছে। আশাকরি কয়েক দিনের মধ্যে সমাধান হবে।’
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ও দাবি দাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত সময়ে ছাত্ররা যখনই কোনো দাবি উপস্থাপন করত। তখনই রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তে তাদের ওপর। এখন যেহেতু আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে।’
আরও পড়ুন: শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও অনড় কুয়েট শিক্ষার্থীরা, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা
তিনি বলেন, ‘আমরা ছাত্রদের আশ্বস্ত করছি তাদের দাবিগুলো সংবেদনশীলতার সঙ্গে দেখে নিয়ম ও আইনের মধ্যে থেকে উপযুক্ত সমাধানের চেষ্টা করবে সরকার।’
পরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাহিত্য পরিষদ আয়োজিত ফরিদপুরে ‘আগামীর শিক্ষা : প্রেক্ষিত বর্তমান’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন: অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে কুয়েটে শিক্ষা উপদেষ্টা
সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, স্কুল শিক্ষক রেজাউল মৃধা, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবরার নাদিম ইতু প্রমুখ।