অস্ত্র হাতে ভাইরাল ২৬ মামলার আসামি তাইজুল গ্রেফতার

১ সপ্তাহে আগে
চাঁদপুরের মতলব উত্তর ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামি তাইজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের বাবু বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে সহকারী উপ-পরিদর্শক রবিউল হক ও সাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

 

মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, তাইজুল (৩৫) মূলত পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ২৬টি মামলা রয়েছে। সম্প্রতি আলোচিত এই আসামির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তাকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। ওই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারে সক্রিয় হয়।

 

আরও পড়ুন: সিলেটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

 

এদিকে, তাইজুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, তাইজুল দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে সন্ত্রাস, ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। সম্প্রতি তার হাতে অস্ত্রের একটি ছবি ভাইরাল হলে জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

এরইমধ্যে মতলব উত্তর থানা পুলিশ তাইজুলকে শুক্রবার চাঁদপুর আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

অন্যদিকে, তাইজুলের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের অভিযোগ, তাইজুল দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছিল এবং ভীতি সৃষ্টি করছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন