অস্ত্র হাতে ঘরে ঢোকার চেষ্টা, তাড়া খেয়ে গুলি ছুড়ে পালালেন ২ যুবক

৩ সপ্তাহ আগে
চট্টগ্রামে অস্ত্র হাতে ঘরে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন দুই যুবক। এ সময় এলাকাবাসীর তাড়া খেয়ে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।

বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার পতেঙ্গা এলাকায় জসিমের বিল্ডিং ভবনে এ ঘটনা ঘটে।


পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তালা ভেঙে দুই যুবক বাসায় ঢোকার চেষ্টা করেন। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। বাসাটিতে তখন কেউ ছিলেন না। মূলত বাসাটি পোশাককর্মী দম্পতির। তারা রাউজানে বেড়াতে গেছেন।


আরও পড়ুন: মধ্যরাতে আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি


দুই যুবককে বাসায় প্রবেশ করতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। এ সময় গুলি ছুড়ে পালিয়ে যান ওই দুই যুবক।


তবে কি উদ্দেশ্যে তারা ঘরে ঢোকার চেষ্টা করছিলেন তা জানা যায়নি। ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা তদন্ত করে বের করা হবে। অস্ত্রধারী দুই যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন