অস্ত্র ছাড়তে রাজি হামাস, তবে দিলো শর্ত

৩ সপ্তাহ আগে ১০
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা অস্ত্র ছাড়তে রাজি আছে। তবে শর্ত হলো ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের অবসান হতে হবে।

হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়া জানিয়েছেন, সংগঠনটির অস্ত্রভান্ডারের বিষয়ে সিদ্ধান্ত ইসরাইলি ‘দখলদারিত্ব ও আগ্রাসনের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত’।

 

সোমবার (২৭ অক্টোবর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইল দুই বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে হামাসের নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রও তাদের ২০ দফা পরিকল্পনা এগিয়ে নিতে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছে।

 

এ প্রসঙ্গে খলিল আল-হায়া বলেন, ‘দখলদারিত্বের অবসান হলে এসব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।’

 

আরও পড়ুন: ফিলিস্তিনে নির্বাচন চায় হামাস

 

হামাস নেতা কোন রাষ্ট্রের কথা বলছেন, অথবা তিনি এখনও গঠিত হয়নি এমন ফিলিস্তিনি প্রশাসনিক সংস্থার কথা বলছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

 

এর আগে হামাসসহ প্রধান ফিলিস্তিনি দলগুলো বলেছে, তারা টেকনোক্র্যাটদের একটি স্বাধীন কমিটির হাতে যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার দায়িত্ব তুলে দিতে রাজি হয়েছে।

 

আরও পড়ুন: গাজার সব টানেল ধ্বংসের নির্দেশ

 

শুক্রবার হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে, কায়রোতে এক বৈঠকে, দলগুলো গাজার প্রশাসন ‘স্বাধীন টেকনোক্র্যাটদের’ সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তর করতে সম্মত হয়।

 

যারা আরব ব্রাদারস এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাসিন্দাদের জীবন ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন