নিখিল চৌধুরির ১৬৩ রানের ঝড়ো ইনিংসের পর তাসমানিয়া তৃতীয় দিনের শেষে ৮ উইকেটে ৬২৩ রানে ইনিংসে ঘোষণা করেছে। এতে সিডনির ক্রিকেট সেন্ট্রালে তারা ২৩২ রানের লিড নিয়েছে। দিনের শেষ দিকে এনএসডব্লিউয়ের স্যাম কনস্টাস ও রায়ান হিক্স পাঁচ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছেন ।
গত রোববার (২৩ নভেম্বর) তাসমানিয়ার হয়ে ক্যালেব জুয়েল ১০২ রান করেছিলেন। সোমবার টিম ওয়ার্ড এবং চৌধুরি সেঞ্চুরি হাঁকান, যা তাসমানিয়াকে শিল্ড ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এনে দিয়েছে। নিজ রাজ্যের বিপক্ষে অফসাইডে দাপট দেখিয়ে ওয়ার্ড এই শিল্ড মৌসুমে তার প্রথম লাল বলের সেঞ্চুরি করেন। তবে ইতিহাস গড়েছেন চৌধুরি।
আরও পড়ুন: ভারতের ব্যাটিং নিয়ে সমালোচনায় শাস্ত্রী
দিল্লিতে জন্ম নেওয়া এবং পাঞ্জাবের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা চৌধুরি ২০২০ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। কোভিড-১৯ মহামারির মধ্যে তিনি অস্ট্রেলিয়াতেই আটকে যান এবং পরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যদিও এখনো ভারতীয় নাগরিক তিনি।
কুইন্সল্যান্ডের ক্লাব ক্রিকেটে তার প্রতিভা প্রথম নজরে আসে তাসমানিয়ার সহকারী কোচ জেমস হোপসের। তিনিই তাকে দু’মৌসুম আগে বিবিএলে খেলাতে হোবার্টের কাছে সুপারিশ করেন। গত মৌসুমের শুরুতে চৌধুরি তাসমানিয়ায় চলে আসেন এবং এ মৌসুমে ওয়ানডে কাপে সুযোগ পান।
আরও পড়ুন: জানা গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ
গত মাসে কুইন্সল্যান্ডের বিপক্ষে শিল্ড অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার পর, সোমবার (২৪ নভেম্বর) তিনি ব্যাট হাতেও আলো ছড়ালেন। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার ১৮৪ বলে পাঁচটি ছক্কা মারেন, বিশেষ করে দিনের শেষ দিকে তানভীর সাঙ্গার ওপর বেশ আক্রমণ চালান।
শেষ ঘণ্টায় চারবার তিনি সাঙ্গাকে স্লগ সুইপে ছক্কা মারেন, আর ১৫০ রান পূর্ণ করেন এই লেগস্পিনারকে গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদে আছড়ে ফেলে। এর আগে অল্প কিছু ভারতীয় ক্রিকেটার শিল্ডে খেলেছেন। ১৯৭০-এর দশকে কুইন্সল্যান্ডের হয়ে খেলা সাবেক ভারতীয় টেস্ট অলরাউন্ডার রুসি সুরতি সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছিলেন।
]]>

২ সপ্তাহ আগে
৬





Bengali (BD) ·
English (US) ·