অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই

১ সপ্তাহে আগে
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যে ভিক্টোরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্ক। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে অগ্নিনির্বাপণ কর্মীরা। এরই মধ্যে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

এএফপি জানিয়েছে, গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয় গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্ক। পার্কটি মেলবোর্ন থেকে  ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 

 

প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে পার্কটি। ভিক্টোরিয়া জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৬০০ অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভাতে কাজ করছেন।

 

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান ভূপাতিত: আজারবাইজানের দাবি নিয়ে যা বলল রাশিয়া

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভিক্টোরিয়া রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেছেন, এই দাবানলে এখন পর্যন্ত ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। যা গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কের মোট আয়তনের প্রায় অর্ধেক এবং সিঙ্গাপুরের আয়তনের সমান।

 

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোন প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। রাজ্য জরুরী পরিষেবা বিভাগ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

 

এছাড়া আরও বেশ কয়েকটি গ্রামের মানুষকে বাড়ির ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে। তবে তাদেরকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।  

 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া / প্রেসিডেন্টের পর এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত

 

এদিকে এই দাবানলের ব্যাপারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এর ধোঁয়া সারাবিশ্বে ছড়িয়ে যেতে পারে। এরই মধ্যে দক্ষিণ আমেরিকায় পৌঁছেছে এবং তা নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলগুলোকে প্রভাবিত করবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন