অস্ট্রেলিয়ার সেরা গবেষকদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক আখতারুজ্জামান

৩ সপ্তাহ আগে
বাংলাদেশি অধ্যাপক মো. আখতারুজ্জামান অস্ট্রেলিয়ার বর্ষসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। অর্থ বিষয়ে গবেষণার জন্য সেরাদের এ তালিকায় নির্বাচিত হয়েছেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়া সরকারের অনুদানে চলমান ২০২৫ সালের সেরা গবেষণা প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়। প্রায় এক লাখ গবেষণা প্রকল্পের মধ্যে সেরা ২৫০টি প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আখতারুজ্জামানের নাম। 

 

এ গবেষণার জন্য দেশটির সরকার ২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বেশি অর্থ বিনিয়োগ করে থাকে। 

 

অধ্যাপক মো. আখতারুজ্জামান অর্থ বিষয়ে গবেষণার জন্য সেরাদের তালিকায় নির্বাচিত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে অর্থ বিষয়ে পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত। 

 

আরও পড়ুন: লেবাননের পাশে দাঁড়ালো কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

 

তার বর্তমান গবেষণার বিষয় হলো ‘সামাজিক মূল্য প্রাসঙ্গিকতা: করপোরেট গভর্ন্যান্স এবং ক্রিপ্টোকারেন্সি’।

 

অধ্যাপক আখতারুজ্জামানের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহীতে উচ্চমাধ্যমিক শেষে স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে।

 

সম্প্রতি পৃথিবীর জ্যেষ্ঠ শিক্ষাবিদদের জন্য আয়োজিত বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা উন্নয়ন প্রোগ্রামে যোগ দেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন