বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ সাউথ ওয়েলসের সংসদে এই প্রস্তাবনা উত্থাপন করা হয়। গ্রিন পার্টির রাজনীতিক সংসদ সদস্য আবিগেইল বয়েড এই প্রস্থাবনা উত্থাপন করেন। লেবার, লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবনাটি পাস হয়।
অধিবেশনে লিখিত বক্তব্যে সাংসদ আবিগেইল বয়েড বলেন, ‘২৬ মার্চ, ২০২৫ হচ্ছে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস, যা বাংলাদেশের একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে ৫৫ বছর পূর্তি এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার দিন।’
‘বাংলাদেশের স্বাধীনতা দিবস জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তি, ন্যায়বিচার, ঐক্য, সাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ভবিষ্যতের জন্য সংগ্রামে বাংলাদেশি জনগণের শক্তি ও টিকে থাকার লড়াইয়ের উদযাপন করে।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা
‘গত ২৩ মার্চ বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য লাকেম্বা লাইব্রেরি হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে অনেক সম্প্রদায়ের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একত্রিত হয়েছিলেন, যা বাংলাদেশ ও বাংলাদেশি-অস্ট্রেলীয় সম্প্রদায়সহ বিশ্বজুড়ে বাংলাদেশি জনগণের জন্য একটি চিরন্তন গর্বের উৎস।’
‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জনগণ গুরুতর চ্যালেঞ্জ, দুর্নীতি, হুমকি ও অস্থিতিশীলতার মুখোমুখি। এই সংকটময় সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘বিশেষ করে যখন দেশটি তার গণতান্ত্রিক ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও দুর্নীতি দমন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধার ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।’
আরও পড়ুন: ঢাকায় মিলবে অস্ট্রেলিয়ার ভিসা
আবিগেইল বয়েড বলেন, ‘এই সংসদ গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশি জনগণের চলমান লড়াইয়ের সঙ্গে দৃঢ়ভাবে সংহতি জানাচ্ছে।’
‘পাশাপাশি এই সংসদ অস্ট্রেলিয়া সরকারকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর এবং নির্বাচনী সততা, জবাবদিহিতা ও শক্তিশালী দুর্নীতিবিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং জরুরি ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের জন্য আহ্বান জানাচ্ছে।’
]]>