অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে আজ যা প্রথম দেখা যাবে

১৪ ঘন্টা আগে
অ্যাশেজ শুরুর আগেই ব্যাটে-বলে নয়, ইনজুরির দুঃসংবাদে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। একের পর এক চোটে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড। তবে এই বিপত্তিই তৈরি করে দিয়েছে এক অনন্য সুযোগ। ১৫০ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথমবার একাদশে জায়গা পেলেন দুই আদিবাসী ক্রিকেটার।

পার্থ টেস্টের জন্য বৃহস্পতিবার (২০ নভেম্বর) একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় সুযোগ তৈরি হয় ডগেটের। টেস্ট ক্যাপ পাচ্ছেন ৩১ বছর বয়সি এই পেসার। বোল্যান্ডের জায়গা আগেই নিশ্চিত ছিল।


জেসন গিলেস্পির পর দীর্ঘ ১৫ বছর অস্ট্রেলিয়া দলে আর কোনো আদিবাসী ক্রিকেটারের দেখা মেলেনি। সেই শূন্যতা দূর করেছিলেন স্কট বোল্যান্ড, যিনি ২০২১ সালের বক্সিং ডে টেস্টে অভিষেকেই ৭ রানে ৬ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেন। এখন পর্যন্ত ১৪ টেস্টে নিয়েছেন ৬২ উইকেট।


আরও পড়ুন: পার্থে ফল পক্ষে না এলেও বিচলিত হবেন না স্মিথ 


এবার যোগ দিচ্ছেন ডগেট, তিনি ৫০টি প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ১৯০ উইকেট। তাকে নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার সংখ্যা দাঁড়াবে ৪৭২-এ।


এদিকে অস্ট্রেলিয়ার দলে আজ অভিষেক হচ্ছে ওপেনার জ্যাক ওয়াদারাল্ডের। তাতে ২০১৯ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়া এক টেস্টে দুই খেলোয়াড়ের অভিষেক ঘটাচ্ছে। আর অ্যাশেজের হিসেব করতে গেলে পেছাতে হবে আরও। ২০১১ এর অ্যাশেজে শেষবার এক টেস্টে দুই খেলোয়াড়ের অভিষেক হয় অজিদের হয়ে।  


পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: 

জ্যাক ওয়াদারাল্ড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট ও স্কট বোল্যান্ড। 

]]>
সম্পূর্ণ পড়ুন