অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো কোহলির সমালোচনা করছে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমের স্পোর্টস কভার পেইজ। সেখানে তারা কোহলিকে 'ক্লাউন কোহলি' হিসেবে সম্বোধন করেছে।
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমটি কোহলিকে সেখানে জোকারের সঙ্গে তুলনা করেছে। সেই প্রচ্ছেদটি আবার এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন ণমাধ্যমটির ক্রীড়া সম্পাদক জ্যাকেব ওয়াদেল।
স্যাম কনস্টাস কাণ্ডের জন্য গণমাধ্যমটি এক প্রতিবেদনে দাবি করে, কোহলিকে নিষিদ্ধ করা উচিৎ ছিল। তবে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়ে কোহলি পার পেয়ে গেছেন। এদিকে অস্ট্রেলীয় মিডিয়াতেও বলাবলি হচ্ছে, ভাগ্যক্রমে নিষেধাজ্ঞা এড়িয়ে গেছেন কোহলি।
আরও পড়ুন: কনস্টাসকে ধাক্কা দিয়ে জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে
এমসিজি টেস্টের প্রথম দিনে মোহাম্মদ সিরাজের ওভারের শেষ বলে সিঙেল নিয়ে ওভার শেষ করে প্রান্ত বদলের জন্য গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তের সতীর্থ উসমান খাজার দিকে হাঁটছিলেন কনস্টাস। উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। হঠাৎ ক্রিজের কাছাকাছি এসে পথ বদল করে অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সদ্য অভিষিক্ত কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন কোহলি।
ঘুরে দাঁড়িয়ে অজি তরুণ কিছু একটা বলেন কোহলিকে। কোহলিও পাল্টা জবাব দেন। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখে এগিয়ে আসেন উসমান খাজা। প্রথমে কনস্টাসের কাঁধে হাত রেখে তাকে শান্ত করেন। এরপর কোহলির দিকে এগিয়ে গিয়ে তার কাঁধেও হাত রেখে কিছু বলে পরিস্থিতি সামাল দেন।