অসীম ও অপু উকিলের ১৬ ফ্ল্যাটের জন্য রিসিভার নিয়োগের নির্দেশনা

২ দিন আগে
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের জব্দ করা ১৬টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

দুদকের আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ অক্টোবর অসীম কুমার ও অপু উকিলের সম্পদ জব্দের আদেশ দেয়া হয়। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- ধানমন্ডির ১১ নম্বর রোডে অবস্থিত এক হাজার ৯৭৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, যেখানে তারা বসবাস করেন।

 

এছাড়া উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলে অবস্থিত ৫টি দোকানও জব্দ করা হয়।

 

আরও পড়ুন: অসীম কুমার ও অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ

 

এ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার স্বার্থে আইনানুযায়ী রিসিভার নিয়োগের আবেদন জানায় দুদক।

]]>
সম্পূর্ণ পড়ুন