সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী ৪৮ টি পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করে। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে দায়ের করা হয়। এসময় কর্মসূচিতে বক্তব্য দেন ভুক্তভোগী বানু বেগম, ইসমাইল হোসেন, উর্মি, এছাক, শায়লা, জামাল মিয়া।
ভুক্তভোগীদের অভিযোগ, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার ভুক্তভোগী ৪৮ টি পরিবারের জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জাল জালিয়াতির মাধ্যমে জবর দখল করছে। বিষয়টি নিয়ে কাশিমপুর ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দফতরে যোগাযোগ করলেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
আরও পড়ুন: কলাপাড়ায় ‘ভূমিদস্যু’ আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন
বক্তারা অভিযোগ করেন, গেল বছর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু ন্যায় বিচারের আশ্বাস দিলেও অদৃশ্য কারণে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ দায়ের করা অভিযোগের তদন্ত করেন নি। অসাধু ভূমি কর্মকর্তারা নামজারি আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে ভূমিদস্যু চক্রকে বেদখলের সুযোগ করে দিয়েছেন। এছাড়া অসাধু ভূমি কর্মকর্তাদের বাঁচাতে নথি গায়েব করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ভূমিদস্যু হযরত ও মান্নান গংদের যেসব কাগজপত্র জাল, অবৈধ ও অকার্যকর বলে চিহ্নিত করেছেন সেইসব কাগজপত্রকে টঙ্গী রাজস্ব সার্কেলের সার্ভেয়ার রফিকুল ইসলাম বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·