অলিনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

৩ সপ্তাহ আগে ১০
কালাম সিদ্দিকি অলিনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য তাড়া করে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে জুনিয়র টাইগাররা।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ (২৮ অক্টোবর) ডাকওয়ার্থ লুইস মেথডে আফগানিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৬৫ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ৪৬ ওভারে শেষ হয় খেলা। আলোকস্বল্পতার কারণে খেলা শেষ হয়ে গেলে ডিএলএস মেথডে জয় তুলে নেয় বাংলাদেশ।


রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় যুবা টাইগাররা। দলীয় ১৫ রানের মাথায় ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুই স্তম্ভ আজিজুল হাকিম তামিম এবং জাওয়াফ আবরার সাজঘরে ফেরেন। ৭ বলে ১০ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আবরার। ওয়াহিদুল্লাহ জাদরানের বলে আউট হওয়ার আগে অধিনায়ক তামিম ৫ বলে কোনো রান যোগ করতে পারেননি।


তৃতীয় উইকেটে অলিনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন রিফাত বেগ। তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ব্যক্তিগত ২৬ রানে যাইতুল্লাহ শাহিনের শিকার হয়ে ফেরেন তিনি।


আরও পড়ুন: উজাইরের ব্যাটে আফগানদের চ্যালেঞ্জিং সংগ্রহ, ইমনের পাঁচ উইকেট


৬০ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর পর দলকে পথ দেখান রিজান হোসেন এবং অলিন। চতুর্থ উইকেটে দুজনে ১৩৯ রানের জুটি গড়ে আফগানদের ম্যাচ থেকে ছিটকে দেন।  ১১৯ বল খেলে ১১ চারে ১০১ রান করে ফেরেন অলিন। তার বিদায়ের পর আব্দুল্লাহকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কক্ষপথে রাখেন রিজান। শেষ পর্যন্ত মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করেই। ৩ ছক্কা ও ২ চারে ৯৬ বলে ৭৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রিজান।


এর আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের প্রচেষ্টায় ভালো শুরু পায় আফগানরা। তবে ইকবাল হোসেন ইমনের তোপে একজন বাদে কেউই ৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি। এক প্রান্তে অবিচল ছিলেন উযাইরুল্লাহ নিয়াজাই। ১৩৭ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলে আফগানদের বড় সংগ্রহ এনে দেয়ার কারিগর তিনিই। তবে বোলারদের প্রচেষ্টাই নিয়াজাইয়ের সেই প্রাণপণ চেষ্টা ভেস্তে গেল।


বাংলাদেশের হয়ে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ইমন। দুই উইকেট গেছে রিজানের ঝুলিতে।

]]>
সম্পূর্ণ পড়ুন