অযত্নে ধুঁকছে মাটিরাঙার বিনোদনকেন্দ্র ‘জলপাহাড়’

২ সপ্তাহ আগে
চরম অযত্ন ও অবহেলায় ধুঁকছে খাগড়াছড়ির মাটিরাঙার একমাত্র বিনোদনকেন্দ্র জলপাহাড়। সরকারি উদ্যোগে নির্মিত পার্কটি পরিচর্যা না থাকায় সৌন্দর্য হারানোর পাশাপাশি দশর্নার্থী বিমুখ হয়ে পড়েছে।

বিনোদনপ্রেমীদের দাবি,  দ্রুত জলপাহাড় সংস্কার। জরাজীর্ণ বিনোদনকেন্দ্রের কথা স্বীকার করে ইজারার শর্তানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


জেলায় পর্যটন শিল্পের বিকাশে ২০১৫ সালে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয় জলপাহাড় বিনোদন কেন্দ্র। লেক ও পার্কের সমন্বয়ে প্রায় ৫ একর জায়গাজুড়ে পর্যটকদের আর্কষণ বাড়াতে নির্মাণ করা হয় বিভিন্ন ধরনের রাইড। স্থাপন করা হয় মিনি চিড়িয়াখানা। তবে কয়েক বছর ধরে পরিচর্যা না থাকায় পার্কটি পর্যটকদের কাছে আর্কষণ হারিয়েছে। নষ্ট হয়ে গেছে অধিকাংশ রাইড। অযত্ন আর অবহেলার কারণে বিনোদন কেন্দ্রটি বিবর্ণ হয়ে উঠায় ক্ষোভ রয়েছে দর্শনাথীদের।

আরও পড়ুন: রাঙামাটির হ্রদ-পাহাড়ে মিতালী, পর্যটকে মুখর

দর্শনার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধি মো. জয়নাল, প্রতিভা ত্রিপুরা, মো. মুজিবুর রহমান ও আব্দুস সালাম জানান, অযত্ন ও অবহেলায় ধুঁকছে মাটিরাঙার একমাত্র বিনোদন কেন্দ্র জলপাহাড়। ইজারাদারের গাফিলতির কারণে উপজেলার মানুষের একমাত্র বিনোদনকেন্দ্রটি আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। যেকটি রাইডস ছিল তার মধ্যে সব কটিই এখন নষ্ট । সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এমন পরিণতি হয়েছে।


ইজারাদারের ছেলে অয়ন সাহার দাবি, গত ছয়-সাত মাসে দর্শনার্থী না আসায় পার্কটির এমন পরিণতি হয়েছে। তবে আসন্ন পর্যটন মৌসুমে বিনোদনকেন্দ্রটির আকর্ষণ বাড়াতে সংস্কার করা হবে বলে জানান তিনি।


মাটিরাঙা পর্যটনকেন্দ্র জলপাহাড়ের দুরবস্থার জন্য বিগত সরকারের দুর্নীতি-অনিয়মকে দায়ী করেছেন মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
 

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকতা মনজুর আলম বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাটিরাঙা জলপাহাড়ের মূল ইজারাদার পলাতক থাকায় তার ছেলে এখন দায়িত্ব পালন করছে। কিন্তু তার বিরুদ্ধে পার্কটি পরিচালনায় শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: টানা ছুটির আনন্দে বরিশালের পার্কগুলোতে উপচেপড়া ভিড়

উপজেলার একমাত্র বিনোদনকেন্দ্র করুণ পরিস্থিতির কথা স্বীকার করে তিনি বলেন, শর্ত ভঙ্গের কারণে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


মাটিরাঙা উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্রটি দ্রুত সংস্কার ও মেরামতের দাবি স্থানীয় ভ্রমণ পিপাসুদের।

]]>
সম্পূর্ণ পড়ুন