সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৩২২ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। জাঙ্গুর অপরাজিত শতক ছাড়াও ৯৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেসি কার্টি। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন।
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। তবে ভাগ্য সঙ্গ দেয়নি। বড় পুঁজি নিয়েও স্বাগতিকদের আটকে রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল।
যদিও বল হাতে শুরুটা ছিল আশা জাগানিয়া। ৩১ রানের মধ্যে ক্যারিবীয়দের ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিল লাল সবুজরা। ১০ বলে ১৫ রান করে ব্রেন্ডন কিং রানআউট হওয়ার পর অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করেন নাসুম। ৬ বলে ৩ রান করে হাসান মাহমুদের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক শাই হোপ। চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টা করলেও বাধা হয়ে দাঁড়ান তাসকিন আহমেদ। ৩৩ বলে ৫ চারের মারে ৩০ রান করে ক্যাচ তুলে দেন শেরফান রাদারফোর্ড।
আরও পড়ুন: তামিমকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার হিসাবে রিয়াদ নিঃসঙ্গ
তবে এরপরের গল্পটা টাইগারদের জন্য হতাশার। পঞ্চম উইকেটে অভিষিক্ত জাঙ্গুকে নিয়ে হাল ধরেন কেসি কার্টি। সেট হতেই দুজন আগ্রাসী হয়ে উঠেন। তাদের ১৩২ রানের জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় লাল সবুজরা। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৯৫ রান করে রিশাদের শিকার হন কার্টি। এরপর রস্টন চেজ ও গুদাকেশ মোতির সঙ্গ নিয়ে দলের জয় নিশ্চিত করেন জাঙ্গু। চেজ ১৭ বলে ১২ রান করে আউট হলেও ৩১ বলে সমান ৩ ছক্কা ও চারের মারে ৪৪ রানে অপরাজিত থাকেন মোতি। আর জাঙ্গু ৮৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন।
বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিলেও ৯ ওভারে ৬৯ রান খরচ দেন রিশাদ। সমান সংখ্যক ওভারে ৪৯ রান দিয়ে তাসকিনের শিকার ১ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদও।
এ ম্যাচ জিতে একাধিক রেকর্ডেও নাম লিখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আর ওয়ানডেতে এটি ক্যারিবীয়দের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। চতুর্থ বারের মতো ৩০০’র বেশি রান তাড়া করে জিতেছে তারা।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা উইন্ডিজের
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চার ফিফটির ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। ৬৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৭ রান করেন মেহেদী হাসান মিরাজ। ৭৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেন সৌম্য সরকার। এছাড়া ৫৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক। ক্যারিবীয়দের পক্ষে ৪৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন আলজারি জোসেফ।