অভিযানের সময় জেলে চক্রের হামলায় কোস্টগার্ডের সদস্য আহত

১ সপ্তাহে আগে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলে চক্রের হামলায় কোস্টগার্ডের এক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও একটি পাইজাল জব্দ করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হিজলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযান চলাকালীন হঠাৎ করে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল ৭ থেকে ৮টি কাঠের নৌকা নিয়ে অভিযানিক দলের উপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ করে অভিযানে অংশ নেয়া কর্মকর্তাদের লক্ষ্য করে। হামলায় কোস্টগার্ড সদস্য এম মনজুরুলের ডান হাতের কনুইয়ের নিচে আঘাত লাগে।


আরও পড়ুন: বরিশালে জাটকা রক্ষায় অভিযান, ১২ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষে অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

 

আহত কোস্টগার্ড সদস্য মনজুরুলকে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের বহন করা ফার্স্ট এইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


আরও পড়ুন: বরিশালে সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদল নেতার নামে মামলা

 

এই ঘটনার স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে কোন ধরনের সন্ত্রাসী বা চক্রের হুমকি প্রশ্রয় দেয়া হবে না। অবৈধভাবে মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন